সূরা
১০২
আল তাকাসুর
সূচনা • ৮ • মাক্কী
প্লে করুন
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ١
আলহাকুমুত তাকাছুরু।
অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।
১০২:১
حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ ٢
হাত্তাঝুর্তুমুল মাক্ববির।
এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।
১০২:২
كـَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ ٣
কাল্লাসাওফা তা‘লামূনা।
(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,
১০২:৩
ثُمَّ كـَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ ٤
ছুমমা কাল্লা সাওফা তা‘লামূন।
আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
১০২:৪
كـَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ ٥
কাল্লালাও তা‘লামূনা ‘ইলমাল ইয়াক্বীন।
কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)
১০২:৫
لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ ٦
লাতারউননাল জাহীমা।
তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,
১০২:৬
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ ٧
ছুমমা লাতারউননাহা‘আইনাল ইয়াক্বীনি।
আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে,
১০২:৭
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ٨
ছুমমা লাতুস্আলুননা ইয়াওমাইযিন ‘আনিন না‘ইম।
তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।
১০২:৮
আল তাকাসুর
৮ আয়াত