সূরা
১০৪
আল হুমাযাহ
সূচনা • ৯ • মাক্কী
প্লে করুন
وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ ١
ওয়াইলুল্লিকুল্লি হুমাঝাতিল লুমাঝাতিনি।
দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে,
১০৪:১
ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ ٢
আল্লাযী জামা‘আ মালাওঁ ওয়া ‘আদ্দাদাহূ।
যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে,
১০৪:২
يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ ٣
ইয়াহ্সাবু আননা মালাহূ আখলাদাহ্।
সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে,
১০৪:৩
كـَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ ٤
কাল্লা লায়ুম্বাযাননা ফিল হুত্বামাতি।
কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে,
১০৪:৪
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ ٥
ওয়ামা আদরাকা মাল হুত্বামাহ্।
তুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী?
১০৪:৫
نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ ٦
নারুল্লাহিল মূক্বদাতুল।
তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,
১০৪:৬
ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ ٧
আল্লাতী তাত্ত্বালি‘উ ‘আলাল আফ্ইদাহ্।
যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।
১০৪:৭
إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ ٨
ইননাহা ‘আলাইহিম মু’ছদাতুং।
তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে,
১০৪:৮
فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ ٩
ফী ‘আমাদিম মুমাদ্দাদাহ্।
(লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে।
১০৪:৯
আল হুমাযাহ
৯ আয়াত