সূরা
১০৭আল মাউন
সূচনা • মাক্কী
mosque
Bismillah

أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ ١

আরআইতাল্লাযী ইয়ুকায্যিবু বিদ্দীন।

তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?
১০৭:১

فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ ٢

ফাযা লিকাল্লাযী ইয়াদুও‘উল ইয়াতীমা।

সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,
১০৭:২

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ٣

ওয়ালা ইয়াহুদ্দু ‘আলা ত্বা‘আমিল মিস্কীন।

এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না
১০৭:৩

فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ ٤

ফাওয়াইলুল লিলমুছল্লীনা

অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর
১০৭:৪

ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ ٥

আল্লাযীনা হুম আং ছলাতিহিম সাহূন।

যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন,
১০৭:৫

ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ ٦

আল্লাযীনাহুম ইয়ুরউনা

যারা লোক দেখানোর জন্য তা করে,
১০৭:৬

وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ ٧

ওয়া ইয়ামনা‘উনাল মা‘উন।

এবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে।
১০৭:৭
Mosque

আল মাউন

আয়াত