সূরা
১১২
আল-ইখলাস
সূচনা • ৪ • মাক্কী
প্লে করুন
قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ ١
ক্বুল হুওয়াল্লহু আহাদ।
বল, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়,
১১২:১
ٱللَّهُ ٱلصَّمَدُ ٢
আল্লহুচ্ছ্বামাদ।
আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নন, সবই তাঁর মুখাপেক্ষী,
১১২:২
لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ ٣
লাম ইয়ালিদ, ওয়ালাম ইয়ূলাদ।
তিনি কাউকে জন্ম দেন না, আর তাঁকেও জন্ম দেয়া হয়নি।
১১২:৩
وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ ٤
ওয়ালাম ইয়াকুল লাহূ কুফুওয়ান আহাদ।
তাঁর সমকক্ষ কেউ নয়।
১১২:৪
আল-ইখলাস
৪ আয়াত