আকাশ ও পৃথিবী এবং এ দু’য়ের মাঝে যা কিছু আছে সব কিছুর যিনি প্রতিপালক, (তাঁর মর্যাদা যে কত মহান এ কথা উপলব্ধি করে নাও) যদি তোমরা সত্যিকারই বিশ্বাসী হয়ে থাক।
(মূসা বানী ইসরাঈলকে নিয়ে সমুদ্র পার হয়ে গিয়ে সমুদ্রকে আবার প্রবহমান করার জন্য স্বীয় লাঠি নিক্ষেপ করলে আল্লাহ বললেন) সমুদ্রকে স্থির থাকতে দাও, তারা (অর্থাৎ ফেরাউনী দল) এমন এক বাহিনী যারা নিমজ্জিত হবে।
৪৪:২৪
كَمۡ تَرَكُواْ مِن جَنَّٰتٖ وَعُيُونٖ ٢٥
কাম তারকূ মিং জাননাতিওঁ ওয়া ‘উয়ূন।
তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান আর ঝর্ণা,
৪৪:২৫
وَزُرُوعٖ وَمَقَامٖ كَرِيمٖ ٢٦
ওয়া ঝুরূ‘ইওঁ ওয়া মাক্বমিং কারীম।
শস্য ক্ষেত, আর অভিজাত স্থান,
৪৪:২৬
وَنَعۡمَةٖ كَانُواْ فِيهَا فَٰكِهِينَ ٢٧
ওয়া না‘মাতিং কানূ ফীহা ফাকিহীন।
আর বিলাস সামগ্রী- যা নিয়ে তারা আনন্দ করত।
৪৪:২৭
كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا قَوۡمًا ءَاخَرِينَ ٢٨
কাযালিকা, ওয়া আওরছ্না হাক্বওমান আখরীন।
এমনটাই হয়েছিল, অতঃপর আমি অন্য জাতির লোকদেরকে সে সবের উত্তরাধিকারী করে দিয়েছিলাম।