সূরা
৭১নূহ
সূচনা • ২৮ মাক্কী
mosque
Bismillah

إِنَّآ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦٓ أَنۡ أَنذِرۡ قَوۡمَكَ مِن قَبۡلِ أَن يَأۡتِيَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ١

ইননাআরসালনানূহান ইলাক্বওমিহীআন আংযির ক্বওমাকা মিং ক্ববলি আইঁ ইয়া’তিয়াহুম ‘আযাবুন আলীম।

আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম (এই নির্দেশ দিয়ে) যে, তুমি তোমার জাতিকে সতর্ক কর তাদের কাছে মর্মান্তিক ‘আযাব আসার পূর্বে।
৭১:১

قَالَ يَٰقَوۡمِ إِنِّي لَكُمۡ نَذِيرٞ مُّبِينٌ ٢

ক্বলা ইয়াক্বওমি ইননী লাকুম নাযীরুম মুবীন।

সে বলেছিল, ‘‘হে আমার জাতির লোকেরা! আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী,
৭১:২

أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱتَّقُوهُ وَأَطِيعُونِ ٣

আনি‘বুদুল্লহা ওয়াত্তাক্বূহু ওয়া আত্বী‘উনি।

এ বিষয়ে যে, তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তাঁকেই ভয় কর, আর আমার কথা মান্য কর।
৭১:৩

يَغۡفِرۡ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُؤَخِّرۡكُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمًّىۚ إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَآءَ لَا يُؤَخَّرُۚ لَوۡ كُنتُمۡ تَعۡلَمُونَ ٤

ইয়াগফিরলাকুম মিং যুনূবিকুম ওয়া ইয়ুআখ্খিরকুম ইলাআজালিম মুসামমান, ইননা আজালাল্লাহি ইযাজাআ লাইয়ুআখখারু, লাও কুংতুম তা‘লামূন।

তাহলে তিনি তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবেন। আল্লাহ কর্তৃক নিদিষ্ট সময় যখন আসবে তখন আর তা বিলম্বিত হবে না। তোমরা যদি জানতে!’
৭১:৪

قَالَ رَبِّ إِنِّي دَعَوۡتُ قَوۡمِي لَيۡلٗا وَنَهَارٗا ٥

ক্বলা রব্বি ইননী দা‘আওতু ক্বওমী লাইলাওঁ ওয়া নাহারং।

সে বলেছিল, ‘হে আমার প্রতিপালক! আমি আমার জাতিকে রাত-দিন ডেকেছি,
৭১:৫

فَلَمۡ يَزِدۡهُمۡ دُعَآءِيٓ إِلَّا فِرَارٗا ٦

ফালাম ইয়াঝিদ্হুম দু‘আইয়ইল্লাফিরর।

কিন্তু আমার ডাক কেবল তাদের পলায়নী মনোবৃত্তিকেই বাড়িয়ে দিয়েছে,
৭১:৬

وَإِنِّي كُلَّمَا دَعَوۡتُهُمۡ لِتَغۡفِرَ لَهُمۡ جَعَلُوٓاْ أَصَٰبِعَهُمۡ فِيٓ ءَاذَانِهِمۡ وَٱسۡتَغۡشَوۡاْ ثِيَابَهُمۡ وَأَصَرُّواْ وَٱسۡتَكۡبَرُواْ ٱسۡتِكۡبَارٗا ٧

ওয়া ইননী কুল্লামাদা‘আওতুহুম লিতাগফির লাহুম জা‘আলূআছবি‘আহুম ফীআযানিহিম ওয়াসতাগশাও ছিয়াবাহুম ওয়া আছরারূ ওয়াসতাকবরুস্ তিক্বর।

আমি যখনই তাদেরকে ডাকি যেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তখনই তারা তাদের কানে আঙ্গুল ডুকিয়ে দিয়েছে, কাপড়ে মুখ ঢেকে নিয়েছে, জিদ করেছে আর খুব বেশি অহঙ্কার করেছে।
৭১:৭

ثُمَّ إِنِّي دَعَوۡتُهُمۡ جِهَارٗا ٨

ছুমমা ইননী দা‘আওতুহুম জিহারং।

অতঃপর তাদেরকে আমি উচ্চৈঃস্বরে ডেকেছি,
৭১:৮

ثُمَّ إِنِّيٓ أَعۡلَنتُ لَهُمۡ وَأَسۡرَرۡتُ لَهُمۡ إِسۡرَارٗا ٩

ছুমমা ইননী আ‘লাংতু লাহুম ওয়া আসরাতু লাহুম ইসরারং।

এর পর আমি প্রকাশ্যভাবেও তাদের কাছে প্রচার করেছি, আর গোপনে গোপনেও তাদেরকে বুঝিয়েছি।
৭১:৯

فَقُلۡتُ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ إِنَّهُۥ كَانَ غَفَّارٗا ١٠

ফাক্বুল্তুসতাগফিরূ রব্বাকুম, ইননাহূ কানা গফফারইঁ।

আমি বলেছি- ‘তোমরা তোমাদের রব্বের কাছে ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল।
৭১:১০

يُرۡسِلِ ٱلسَّمَآءَ عَلَيۡكُم مِّدۡرَارٗا ١١

ইয়ুরসিলিচ্ছামাআ ‘আলাইকুম মিদরারও।

(তোমরা তা করলে) তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন,
৭১:১১

وَيُمۡدِدۡكُم بِأَمۡوَٰلٖ وَبَنِينَ وَيَجۡعَل لَّكُمۡ جَنَّٰتٖ وَيَجۡعَل لَّكُمۡ أَنۡهَٰرٗا ١٢

ওয়া ইয়ুমদিদ্কুম বিআম্ওয়ালিওঁ ওয়া বানীনা ওয়া ইয়াজ্‘আল লাকুম জাননাতিওঁ ওয়া ইয়াজ্‘আল লাকুম আনহার।

তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন।
৭১:১২

مَّا لَكُمۡ لَا تَرۡجُونَ لِلَّهِ وَقَارٗا ١٣

মালাকুম লাতারজূনা লিল্লাহি ওয়াক্বর।

‘তোমাদের হল কী যে, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করছ?
৭১:১৩

وَقَدۡ خَلَقَكُمۡ أَطۡوَارًا ١٤

ওয়া ক্বদ খলাক্বকুম আত্বওয়ার।

অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন নানান স্তর অতিক্রম করিয়ে।
৭১:১৪

أَلَمۡ تَرَوۡاْ كَيۡفَ خَلَقَ ٱللَّهُ سَبۡعَ سَمَٰوَٰتٖ طِبَاقٗا ١٥

আলাম তারও কাইফা খলাক্বল্লহু সাব্‘আ সামাওয়াতিং ত্বিবাক্বওঁ।

তোমরা কি দেখ না, কীভাবে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন একের উপরে আরেকটিকে (স্থাপন করে)?
৭১:১৫

وَجَعَلَ ٱلۡقَمَرَ فِيهِنَّ نُورٗا وَجَعَلَ ٱلشَّمۡسَ سِرَاجٗا ١٦

ওয়া জা‘আলাল ক্বমার ফীহিননা নূরওঁ ওয়া জা‘আলাশ শামসা সিরজা।

আর তাদের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো এবং সূর্যকে করেছেন প্রদীপ।
৭১:১৬

وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلۡأَرۡضِ نَبَاتٗا ١٧

ওয়াল্লহু আম্বাতাকুম মিনাল আরদ্বি নাবাতাং।

আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদগত করেন (এবং ক্রমশঃ বাড়িয়ে তোলেন যেমন বাড়িয়ে তোলেন বৃক্ষকে)
৭১:১৭

ثُمَّ يُعِيدُكُمۡ فِيهَا وَيُخۡرِجُكُمۡ إِخۡرَاجٗا ١٨

ছুমমা ইয়ু‘ইদুকুম ফীহা ওয়া ইয়ুখরিজুকুম ইখরাজা।

অতঃপর এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে আনবেন এবং তোমাদেরকে পুনরুত্থিত করবেন।
৭১:১৮

وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ بِسَاطٗا ١٩

ওয়াল্লহু জা‘আলা লাকুমুল আরদা বিসাত্বাল।

আল্লাহ তোমাদের জন্য যমীনকে করেছেন সম্প্রসারিত,
৭১:১৯

لِّتَسۡلُكُواْ مِنۡهَا سُبُلٗا فِجَاجٗا ٢٠

লিতাসলুকূ মিনহাসুবুলাং ফিজাজা।

যাতে তোমরা তার প্রশস্ত পথ-ঘাট দিয়ে চলাচল করতে পার।’
৭১:২০

قَالَ نُوحٞ رَّبِّ إِنَّهُمۡ عَصَوۡنِي وَٱتَّبَعُواْ مَن لَّمۡ يَزِدۡهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارٗا ٢١

ক্বলা নূহুর রব্বি ইননাহুম ‘আছওনী ওত্তাবা‘উ মাল্লাম ইয়াঝিদ্হূ মালুহূ ওয়া ওয়ালাদুহূ ইল্লাখসার।

নূহ বলেছিল, ‘হে আমার প্রতিপালক! তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে আর আনুগত্য করছে তাদের (অর্থাৎ এমন সব লোকদের) যাদের মালধন আর সন্তানাদি তাদের ক্ষতি ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি,
৭১:২১

وَمَكَرُواْ مَكۡرٗا كُبَّارٗا ٢٢

ওয়া মাকারূ মাকরাং কুব্বার।

আর তারা ষড়যন্ত্র করেছিল সাংঘাতিক ষড়যন্ত্র।
৭১:২২

وَقَالُواْ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمۡ وَلَا تَذَرُنَّ وَدّٗا وَلَا سُوَاعٗا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسۡرٗا ٢٣

ওয়া ক্বলূ লাতাযারুননা আলিহাতাকুম ওয়ালাতাযারুননা ওয়াদ্দাও ওয়ালা সুওয়া‘আওঁ ওয়ালা ইয়াগূছা ওয়া ইয়া‘উক্ব ওয়া নাসরা।

আর তারা বলেছিল, তোমাদের দেবদেবীদের কক্ষনো পরিত্যাগ করো না, আর অবশ্যই পরিত্যাগ করো না ওয়াদ সুআ‘আকে, আর না ‘ইয়াগুস, ইয়া‘ঊক ও নাসরকে।
৭১:২৩

وَقَدۡ أَضَلُّواْ كَثِيرٗاۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا ضَلَٰلٗا ٢٤

ওয়া ক্বদ আদ্বাল্লূ কাছীর; ওয়ালা তাঝিদিজ্ব জ্বালিমীনা ইল্লাদ্বালালা।

তারা গুমরাহ করেছে অনেককে, তুমি যালিমদের গুমরাহী ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না।
৭১:২৪

مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمۡ أُغۡرِقُواْ فَأُدۡخِلُواْ نَارٗا فَلَمۡ يَجِدُواْ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارٗا ٢٥

মিমমাখত্বীআতিহিম উগরিক্বূ ফাউদখিলূ নারং, ফালাম ইয়াজিদূ লাহুম মিং দূনিল্লাহি আংছর।

পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেয়া হয়েছে, পরে তাদেরকে দাখিল করা হয়েছে আগুনে, অত:পর তারা আল্লাহকে ছাড়া কাউকে সাহায্যকারী পায়নি।
৭১:২৫

وَقَالَ نُوحٞ رَّبِّ لَا تَذَرۡ عَلَى ٱلۡأَرۡضِ مِنَ ٱلۡكَٰفِرِينَ دَيَّارًا ٢٦

ওয়া ক্বলা নূহুর রব্বি লাতাযার ‘আলাল আরদ্বি মিনাল কাফিরীনা দাইয়্যার।

নূহ বলল, ‘হে আমার রব্ব! ভূপৃষ্ঠে বসবাসকারী কাফিরদের একজনকেও তুমি রেহাই দিও না।
৭১:২৬

إِنَّكَ إِن تَذَرۡهُمۡ يُضِلُّواْ عِبَادَكَ وَلَا يَلِدُوٓاْ إِلَّا فَاجِرٗا كَفَّارٗا ٢٧

ইননাকা ইং তাযার্হুম ইয়ুদ্বিল্লূ ‘ইবাদাকা ওয়ালাইয়ালিদূ ইল্লা ফাজিরং কাফফার।

তুমি যদি তাদেরকে রেহাই দাও, তাহলে তারা তোমার বান্দাহদেরকে গুমরাহ করে দেবে আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে।
৭১:২৭

رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا ٢٨

রব্বিগফিরলী ওয়া লিওয়ালিদাইয়্যা ওয়া লিমাং দাখলা বাইতিয়া মু’মিনাওঁ ওয়া লিলমু’মিনীনা ওয়াল মু’মিনাতি, ওয়ালাতাঝিদিজ্জ্বালিমীনা ইল্লাতাবার।

হে আমার রব্ব! তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতামাতাকে যারা আমার গৃহে মু’মিন হয়ে প্রবেশ করে তাদেরকে আর মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে; আর যালিমদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না।’
৭১:২৮
Mosque

নূহ

২৮ আয়াত