সূরা
৭২আল জ্বিন
সূচনা • ২৮ মাক্কী
mosque
Bismillah

قُلۡ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ ٱسۡتَمَعَ نَفَرٞ مِّنَ ٱلۡجِنِّ فَقَالُوٓاْ إِنَّا سَمِعۡنَا قُرۡءَانًا عَجَبٗا ١

ক্বুল উহিয়া ইলাইয়্যা আননাহুসতামা‘আ নাফারুম মিনাল জিননি ফাক্বলূইননা সামি‘না ক্বুরআনান ‘আজাবাইঁ।

বল, ‘‘আমার কাছে ওয়াহী করা হয়েছে যে, জিন্নদের একটি দল মনোযোগ দিয়ে (কুরআন) শুনেছে অতঃপর তারা বলেছে ‘আমরা এক অতি আশ্চর্যজনক কুরআন শুনেছি
৭২:১

يَهۡدِيٓ إِلَى ٱلرُّشۡدِ فَـَٔامَنَّا بِهِۦۖ وَلَن نُّشۡرِكَ بِرَبِّنَآ أَحَدٗا ٢

ইয়াহ্দী ইলার রুশ্দি ফাআমাননা বিহী, ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদাওঁ।

যা সত্য-সঠিক পথ প্রদর্শন করে, যার কারণে আমরা তাতে ঈমান এনেছি, আমরা কক্ষনো কাউকে আমাদের প্রতিপালকের অংশীদার গণ্য করব না।
৭২:২

وَأَنَّهُۥ تَعَٰلَىٰ جَدُّ رَبِّنَا مَا ٱتَّخَذَ صَٰحِبَةٗ وَلَا وَلَدٗا ٣

ওয়া আননাহূ তা‘আলাজাদ্দু রব্বিনা মাত্তাখযা ছহিবাতাওঁ ওয়ালাওয়ালাদাওঁ।

আর আমাদের প্রতিপালকের মর্যাদা অতি উচ্চ, তিনি গ্রহণ করেননি কোন স্ত্রী আর কোন সন্তান।
৭২:৩

وَأَنَّهُۥ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى ٱللَّهِ شَطَطٗا ٤

ওয়া আননাহূ কানা ইয়াক্বূলু সাফীহুনা ‘আলাল্লাহি শাত্বাত্বাওঁ।

আর আমাদের মধ্যেকার নির্বোধেরা তাঁর সম্পর্কে সীমাতিরিক্ত কথাবার্তা বলত।
৭২:৪

وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن تَقُولَ ٱلۡإِنسُ وَٱلۡجِنُّ عَلَى ٱللَّهِ كَذِبٗا ٥

ওয়া আননা জ্বানাননা আল লাং তাক্বূলাল ইংসু ওয়াল জিন্নু ‘আলা ল্লাহি কাযিবাওঁ।

আর আমরা ধারণা করতাম যে, মানুষ ও জ্বিন আল্লাহ সম্পর্কে কক্ষনো মিথ্যে কথা বলবে না।
৭২:৫

وَأَنَّهُۥ كَانَ رِجَالٞ مِّنَ ٱلۡإِنسِ يَعُوذُونَ بِرِجَالٖ مِّنَ ٱلۡجِنِّ فَزَادُوهُمۡ رَهَقٗا ٦

ওয়া আননাহূ কানা রিজালুম মিনাল ইংসি ইয়া‘উযূনা বিরিজালিম মিনাল জিননী ফাযাদূহুম রহাক্বওঁ।

আরো এই যে, কতক মানুষ কতক জ্বিনের আশ্রয় নিত, এর দ্বারা তারা জ্বিনদের গর্ব অহঙ্কার বাড়িয়ে দিয়েছে।
৭২:৬

وَأَنَّهُمۡ ظَنُّواْ كَمَا ظَنَنتُمۡ أَن لَّن يَبۡعَثَ ٱللَّهُ أَحَدٗا ٧

ওয়া আননাহুম জ্বাননূ কামা জ্বানাংতুম আল লাইঁ ইয়াব্‘আছাল্লহু আহাদাওঁ।

আরো এই যে (জ্বিনেরা বলেছিল) তোমরা (জ্বিনেরা) যেমন ধারণা করতে তেমনি মানুষেরা ধারণা করত যে, (মৃত্যুর পর) আল্লাহ কাউকে পুনরুত্থিত করবে না।
৭২:৭

وَأَنَّا لَمَسۡنَا ٱلسَّمَآءَ فَوَجَدۡنَٰهَا مُلِئَتۡ حَرَسٗا شَدِيدٗا وَشُهُبٗا ٨

ওয়া আননা লামাসনাচ্ছামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারসাং শাদীদাওঁ ওয়া শুহুবাওঁ।

আর আমরা আকাশের খবর নিতে চেয়েছিলাম কিন্তু আমরা সেটাকে পেলাম কঠোর প্রহরী বেষ্টিত ও জ্বলন্ত উল্কাপিন্ডে পরিপূর্ণ।
৭২:৮

وَأَنَّا كُنَّا نَقۡعُدُ مِنۡهَا مَقَٰعِدَ لِلسَّمۡعِۖ فَمَن يَسۡتَمِعِ ٱلۡأٓنَ يَجِدۡ لَهُۥ شِهَابٗا رَّصَدٗا ٩

ওয়া আননা কুননা নাক্ব‘উদু মিনহা মাক্ব‘ইদা লিচ্ছাম্‘ই, ফামাইঁ ইয়াসতামি‘ইল আনা ইয়াজিদ লাহূ শিহাবার রছদাওঁ।

আমরা (আগে) সংবাদ শুনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে তার উপর নিক্ষেপের জন্য সে জ্বলন্ত অগ্নিকুন্ডকে লুকিয়ে থাকতে দেখে।
৭২:৯

وَأَنَّا لَا نَدۡرِيٓ أَشَرٌّ أُرِيدَ بِمَن فِي ٱلۡأَرۡضِ أَمۡ أَرَادَ بِهِمۡ رَبُّهُمۡ رَشَدٗا ١٠

ওয়া আননালানাদরী আশার্রুন উরীদা বিমাং ফিল আরদ্বি আম আরদা বিহিম রব্বুহুম রশাদাওঁ।

আমরা জানি না (এই পরিবর্তিত অবস্থার মাধ্যমে) পৃথিবীবাসীর অকল্যাণই চাওয়া হচ্ছে, না তাদের প্রতিপালক তাদেরকে সরল সঠিক পথ দেখাতে চান।
৭২:১০

وَأَنَّا مِنَّا ٱلصَّٰلِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَۖ كُنَّا طَرَآئِقَ قِدَدٗا ١١

ওয়া আননা মিননাচ্ছ্বালিহূনা ওয়া মিননাদূনা যালিকা, কুননা ত্বারইক্ব ক্বিদাদাওঁ।

আর আমাদের কিছু সংখ্যক সৎকর্মশীল, আর কতক এমন নয়, আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত।
৭২:১১

وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن نُّعۡجِزَ ٱللَّهَ فِي ٱلۡأَرۡضِ وَلَن نُّعۡجِزَهُۥ هَرَبٗا ١٢

ওয়া আননা জ্বানাননা আল লান নু‘জিঝাল্লহা ফিল আরদ্বি ওয়া লান নু‘জিঝাহূ হারবাওঁ।

আমরা বুঝতে পেরেছি যে, আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না, আর পালিয়েও তাঁকে অপারগ করতে পারব না।
৭২:১২

وَأَنَّا لَمَّا سَمِعۡنَا ٱلۡهُدَىٰٓ ءَامَنَّا بِهِۦۖ فَمَن يُؤۡمِنۢ بِرَبِّهِۦ فَلَا يَخَافُ بَخۡسٗا وَلَا رَهَقٗا ١٣

ওয়া আননা লামমাসামি‘নাল হুদাআমাননাবিহী, ফামাইঁ ইয়ু’মিম বিরব্বিহী ফালা ইয়াখফু বাখ্সাওঁ ওয়ালারহাক্বওঁ।

আরো এই যে, আমরা যখন হিদায়াতের বাণী শুনতে পেলাম, তখন তার উপর ঈমান আনলাম। যে ব্যক্তি তার প্রতিপালকের উপর ঈমান আনে তার কোন ক্ষতি বা যুলমের ভয় থাকবে না।
৭২:১৩

وَأَنَّا مِنَّا ٱلۡمُسۡلِمُونَ وَمِنَّا ٱلۡقَٰسِطُونَۖ فَمَنۡ أَسۡلَمَ فَأُوْلَٰٓئِكَ تَحَرَّوۡاْ رَشَدٗا ١٤

ওয়া আননামিননাল মুসলিমনা ওয়া মিননাল ক্বসিত্বূনা, ফামান আসলামা ফাউলাইকা তাহরাও রশাদা।

আমাদের মধ্যে কিছু সংখ্যক (আল্লাহর প্রতি) আত্মসমর্পণকারী আর কিছু সংখ্যক অন্যায়কারী। যারা আত্মসমর্পণ করে তারা সঠিক পথ বেছে নিয়েছে।
৭২:১৪

وَأَمَّا ٱلۡقَٰسِطُونَ فَكَانُواْ لِجَهَنَّمَ حَطَبٗا ١٥

ওয়া আমমাল ক্বসিত্বূনা ফাকানূ লিজাহাননামা হাত্বাবাওঁ।

আর যারা অন্যায়কারী তারা জাহান্নামের ইন্ধন।
৭২:১৫

وَأَلَّوِ ٱسۡتَقَٰمُواْ عَلَى ٱلطَّرِيقَةِ لَأَسۡقَيۡنَٰهُم مَّآءً غَدَقٗا ١٦

ওয়া আল লাবিসতাক্বমূ ‘আলাত্ব ত্বারীক্বতি লাআস্ক্বাইনাহুম মাআন গদাক্বল।

আরো (আমার কাছে ওয়াহী করা হয়েছে এই) যে, তারা যদি সত্য-সঠিক পথে প্রতিষ্ঠিত থাকত, তাহলে আমি তাদেরকে প্রচুর পানি পান করাতাম।
৭২:১৬

لِّنَفۡتِنَهُمۡ فِيهِۚ وَمَن يُعۡرِضۡ عَن ذِكۡرِ رَبِّهِۦ يَسۡلُكۡهُ عَذَابٗا صَعَدٗا ١٧

লিনাফতিনাহুম ফীহি, ওয়া মাইঁ ইয়ু‘রিদ্ব ‘আং যিকরি রব্বিহী ইয়াসলুক্হু ‘আযাবাং ছ‘আদাওঁ।

যেন আমি তা দিয়ে তাদেরকে পরীক্ষা করতে পারি (যে নি‘মাত পাওয়ার পর তারা শুকর-গুজার হয়, না না-ফরমান হয়)। যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে কঠিন ‘আযাবে প্রবেশ করাবেন।
৭২:১৭

وَأَنَّ ٱلۡمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدۡعُواْ مَعَ ٱللَّهِ أَحَدٗا ١٨

ওয়া আননাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদ্‘উমা‘আল্লাহি আহাদাওঁ।

আরো এই যে, মাসজিদগুলো কেবলমাত্র আল্লাহরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য আর কাউকে ডেকো না।
৭২:১৮

وَأَنَّهُۥ لَمَّا قَامَ عَبۡدُ ٱللَّهِ يَدۡعُوهُ كَادُواْ يَكُونُونَ عَلَيۡهِ لِبَدٗا ١٩

ওয়া আননাহূ লামমাক্বমা ‘আব্দুল্লাহি ইয়াদ্‘উহু কাদূ ইয়াকূনূনা ‘আলাইহি লিবাদা।

আরো এই যে, যখন আল্লাহর বান্দা [রসূলুল্লাহ (সা.)] যখন তাঁকে আহবান করার জন্য দাঁড়াল তখন তারা (অর্থাৎ কাফিররা) তার চারপাশে ভিড় জমাল।
৭২:১৯

قُلۡ إِنَّمَآ أَدۡعُواْ رَبِّي وَلَآ أُشۡرِكُ بِهِۦٓ أَحَدٗا ٢٠

ক্বুল ইননামা আদ্‘উরব্বী ওয়ালা উশরিকু বিহীআহাদা।

বল: আমি শুধু আমার প্রতিপালককেই ডাকি, আর অন্য কাউকে তাঁর অংশীদার গণ্য করি না।
৭২:২০

قُلۡ إِنِّي لَآ أَمۡلِكُ لَكُمۡ ضَرّٗا وَلَا رَشَدٗا ٢١

ক্বুল ইননী লাআমলিকু লাকুম দ্বার্রওঁ ওয়ালা রশাদা।

বল- ‘আমি তোমাদের কোন ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখি না।
৭২:২১

قُلۡ إِنِّي لَن يُجِيرَنِي مِنَ ٱللَّهِ أَحَدٞ وَلَنۡ أَجِدَ مِن دُونِهِۦ مُلۡتَحَدًا ٢٢

ক্বুল ইননী লাইঁ ইয়ুজীরনী মিনাল্লাহি আহাদুওঁ; ওয়া লান আজিদা মিং দূনিহী মুলতাহাদান।

বল- আল্লাহর (শাস্তি) থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না (যদি আমি তাঁর অবাধ্য হই) এবং তাঁর আশ্রয় ছাড়া আমি কোন আশ্রয়ও পাব না।
৭২:২২

إِلَّا بَلَٰغٗا مِّنَ ٱللَّهِ وَرِسَٰلَٰتِهِۦۚ وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا ٢٣

ইল্লা বালাগম মিনাল্লাহি ওয়া রিসালাতিহী, ওয়া মাইঁ ইয়া‘ছিল্লহা ওয়া রসূলাহূ ফাইননা লাহূ নার জাহাননামা খলিদীনা ফীহাআবাদা।

আল্লাহর বাণী পৌঁছানো ও তাঁর পায়গাম প্রচার করাই আমার কাজ। যে কেউ আল্লাহ ও তাঁর রসূলকে অমান্য করে, তার জন্য আছে জাহান্নামের আগুন; তাতে তারা চিরকাল থাকবে।
৭২:২৩

حَتَّىٰٓ إِذَا رَأَوۡاْ مَا يُوعَدُونَ فَسَيَعۡلَمُونَ مَنۡ أَضۡعَفُ نَاصِرٗا وَأَقَلُّ عَدَدٗا ٢٤

হাত্তা ইযারআও মাইয়ূ‘আদূনা ফাসায়া‘লামূনা মান আদ্ব্‘আফু নাছিরওঁ ওয়া আক্বল্লু ‘আদাদা।

অবশেষে তারা যখন প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে, তখন তারা জানতে পারবে যে, সাহায্যকারী হিসেবে কে সবচেয়ে দুর্বল, আর সংখ্যায় কারা সবচেয়ে কম।
৭২:২৪

قُلۡ إِنۡ أَدۡرِيٓ أَقَرِيبٞ مَّا تُوعَدُونَ أَمۡ يَجۡعَلُ لَهُۥ رَبِّيٓ أَمَدًا ٢٥

ক্বুল ইন আদরীআ ক্বরীবুম মাতূ‘আদূনা আম্ ইয়াজ্‘আলু লাহূ রব্বী আমাদা।

বল- ‘আমি জানি না তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা কি নিকটবর্তী, না তার জন্য আমার প্রতিপালক কোন দীর্ঘ মেয়াদ নির্দিষ্ট করবেন।’
৭২:২৫

عَٰلِمُ ٱلۡغَيۡبِ فَلَا يُظۡهِرُ عَلَىٰ غَيۡبِهِۦٓ أَحَدًا ٢٦

‘আলিমুল গইবি ফালা ইয়ুজ্বহিরু ‘আলা গইবিহী আহাদান।

একমাত্র তিনিই অদৃশ্যের জ্ঞানী, তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না।
৭২:২৬

إِلَّا مَنِ ٱرۡتَضَىٰ مِن رَّسُولٖ فَإِنَّهُۥ يَسۡلُكُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦ رَصَدٗا ٢٧

ইল্লা মানিরতাদ্বামির রসূলিং ফাইননাহূ ইয়াসলুকু মিম বাইনি ইয়াদাইহি ওয়া মিন খলফিহী রছদাল।

তাঁর মনোনীত রসূল ব্যতীত। কেননা তিনি তখন তাঁর রসূলের আগে-পিছে পাহারাদার নিযুক্ত করেন।
৭২:২৭

لِّيَعۡلَمَ أَن قَدۡ أَبۡلَغُواْ رِسَٰلَٰتِ رَبِّهِمۡ وَأَحَاطَ بِمَا لَدَيۡهِمۡ وَأَحۡصَىٰ كُلَّ شَيۡءٍ عَدَدَۢا ٢٨

লিয়া‘লামা আং ক্বদ আবলাগূ রিসালাতি রব্বিহিম ওয়া আহাত্বা বিমালাদাইহিম ওয়া আহ্ছাকুল্লা শাইয়িন ‘আদাদা।

এটা জানার জন্য যে, রসূলগণ তাদের প্রতিপালকের বাণী সত্যিই পৌঁছে দিয়েছে কিনা। রসূলদের কাছে যা আছে তা তিনি (স্বীয় জ্ঞান দ্বারা) পরিবেষ্টন করে রেখেছেন আর প্রত্যেকটি জিনিসকে গুণে গুণে রেখেছেন।
৭২:২৮
Mosque

আল জ্বিন

২৮ আয়াত