সূরা
৮৫আল-বুরুজ
সূচনা • ২২ মাক্কী
mosque
Bismillah

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ ١

ওয়াচ্ছামাই যাতিল বুরূজি।

শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের
৮৫:১

وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ ٢

ওয়াল ইয়াওমিল মাও‘উদি।

আর সেদিনের যার ও‘য়াদা করা হয়েছে,
৮৫:২

وَشَاهِدٖ وَمَشۡهُودٖ ٣

ওয়াশাহিদিওঁ ওয়া মাশহূদ।

আর যে দেখে আর যা দেখা যায় তার শপথ
৮৫:৩

قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ ٤

ক্বুতিলা আছহাবুল উখদূদিন।

ধ্বংস হয়েছে গর্ত ওয়ালারা
৮৫:৪

ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ ٥

নারি যাতিল ওয়াক্বূদি।

(যে গর্তে) দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল,
৮৫:৫

إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ ٦

ইয্হুম ‘আলাইহা ক্বু‘উদুওঁ।

যখন তারা গর্তের কিনারায় বসে ছিল
৮৫:৬

وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ ٧

ওয়াহুম ‘আলা মাইয়াফ্‘আলূনা বিলমু’মিনীনা শুহূদ।

আর তারা মু’মিনদের সাথে যা করছিল তা দেখছিল
৮৫:৭

وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ ٨

ওয়ামা নাক্বমূ মিনহুম ইল্লাআইঁ ইয়ু’মিনূ বিল্লাহিল ‘আঝীঝিল হামীদি।

তারা তাদেরকে নির্যাতন করেছিল একমাত্র এই কারণে যে, তারা মহাপরাক্রান্ত প্রসংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
৮৫:৮

ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ٩

ল্লাযী লাহূ মুলকুসসামা ওয়াতি ওয়াল আরদ্বি, ওয়াল্লহু ‘আলা কুল্লি শাইয়িং শাহীদ।

আসমান ও যমীনের রাজ্বত্ব যাঁর, আর সেই আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী।
৮৫:৯

إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ ١٠

ইননাল্লাযীনা ফাতানুল মু’মিনীনা ওয়াল মু’মিনাতি ছুমমা লাম ইয়াতূবূ ফালাহুম ‘আযাবু জাহাননামা ওয়ালাহুম ‘আযাবুল হারীক্ব।

যারা মু’মিন পুরুষ ও নারীদের প্রতি যুলম পীড়ন চালায় অতঃপর তাওবাহ করে না, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর আছে আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রণা।
৮৫:১০

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ ١١

ইননাল্লাযীনা আমানূ ওয়া ‘আমিলুচ্ছ্বালিহাতি লাহুম জাননাতুং তাজরী মিং তাহতিহাল আনহারু, যালিকাল ফাওঝুল কাবীর।

যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য আছে জান্নাত, যার পাদদেশ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী, এটা বিরাট সাফল্য।
৮৫:১১

إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ ١٢

ইননা বাত্বশা রব্বিকা লাশাদীদ।

তোমার প্রতিপালকের পাকড়াও অবশ্যই বড় কঠিন।
৮৫:১২

إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ ١٣

ইননাহূ হুওয়া ইয়ুব্দিউ ওয়া ইয়ু‘ইদ।

তিনিই প্রথমবার সৃষ্টি করেন অতঃপর সৃষ্টির আবর্তন ঘটান।
৮৫:১৩

وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ ١٤

ওয়া হুওয়াল গফূরুল ওয়াদূদু।

তিনি ক্ষমাশীল, প্রেমময়,
৮৫:১৪

ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ ١٥

যুল ‘আরশিল মাজীদু।

‘আরশের অধিপতি, মহা সম্মানিত।
৮৫:১৫

فَعَّالٞ لِّمَا يُرِيدُ ١٦

ফা‘‘আলুল লিমাইয়ুরীদ।

যা করতে চান তাই করেন।
৮৫:১৬

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ ١٧

হাল আতাকা হাদীছুল জুনূদি।

তোমার কাছে কি সৈন্য বাহিনীর খবর পৌছেছে?
৮৫:১৭

فِرۡعَوۡنَ وَثَمُودَ ١٨

ফির‘আওনা ওয়া ছামুদ।

ফেরাউন ও সামূদের? (আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তাদের লোক-লস্কর কোন কাজে আসেনি)।
৮৫:১৮

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ ١٩

বালিল্লাযীনা কাফারূ ফী তাকযীবিওঁ।

তবুও কাফিররা সত্য প্রত্যাখ্যান করেই চলেছে।
৮৫:১৯

وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ ٢٠

ওয়াল্লহু মিওঁ ওয়ারইহিম মুহীত্ব।

আর আল্লাহ আড়াল থেকে ওদেরকে ঘিরে রেখেছেন।
৮৫:২০

بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ ٢١

বাল হুওয়া ক্বুরআনুম মাজীদুং।

(কাফিররা অমান্য করলেও এ কুরআনের কোনই ক্ষতি হবে না) বস্তুতঃ এটা সম্মানিত কুরআন,
৮৫:২১

فِي لَوۡحٖ مَّحۡفُوظِۭ ٢٢

ফী লাওহিম মাহ্ফূজ্ব।

সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
৮৫:২২
Mosque

আল-বুরুজ

২২ আয়াত