সূরা
৯৫
আত ত্বীন
সূচনা • ৮ • মাক্কী
প্লে করুন
وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ ١
ওয়াত তীনি ওয়াঝ ঝাইতূনি।
শপথ তীন ও যায়তূন-এর (যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় যে স্থান বহু পুণ্যময় নবী ও রসূলের স্মৃতিতে ধন্য)।
৯৫:১
وَطُورِ سِينِينَ ٢
ওয়া ত্বূরি সীনীনা।
শপথ সিনাই পর্বতের (যা নবী মূসার স্মৃতি বিজড়িত),
৯৫:২
وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ ٣
ওয়া হাযাল বালাদিল আমীনি।
আর (ইবরাহীম ও ইসমাঈল কর্তৃক নির্মিত কা‘বার) এই নিরাপদ নগরীর শপথ,
৯৫:৩
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ ٤
লাক্বদ খলাক্বনাল ইংসানা ফী আহ্সানি তাক্ববীম।
আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে, (এবং জ্ঞান ও যোগ্যতা দিয়ে যার সুন্দরতম নমুনা হল নবী রসূলগণ)।
৯৫:৪
ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ ٥
ছুমমা রদাদনাহু আস্ফালা সাফিলীনা।
আবার উল্টোদিকে তাকে করেছি হীনদের হীনমত (যেমন আল্লাহ বিদ্রোহী কাফির, অত্যাচারী রাজা-বাদশা-শাসক, খুনী, পুতুল পূজারী ইত্যাদি)।
৯৫:৫
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ ٦
ইল্লাল্লাযীনা আমানূ ওয়া ‘আমিলুচ্ছ্বালিহাতি ফালাহুম আজরুন গইরু মামনূন।
কিন্তু তাদেরকে নয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান।
৯৫:৬
فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ ٧
ফামা ইয়ুকায্যিবুকা বা‘দু বিদ্দীন।
(ভাল কাজের পুরস্কার দেয়া আর অন্যায় কাজের শাস্তি দেয়াই ইনসাফপূর্ণ কথা) কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে?
৯৫:৭
أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ ٨
আলাইসাল্লহু বিআহ্কামিল হাকিমীন।
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন?
৯৫:৮
আত ত্বীন
৮ আয়াত