সকাল ও সন্ধ্যা
সকালে ও সন্ধ্যায়
Bismillah
– سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهٖ لاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ مَا شَاۤءَ اللهُ كَانَ وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ أَعْلَمُ أَنَّ اللهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ وَّأَنَّ الله َقَدْ أَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًا

সকালে ও সন্ধ্যায় একবার

বাংলা অনুবাদঃ
অর্থ : পবিত্রতা আল্লাহ্‌রই, তাঁর প্রশংসা সহ ; আল্লাহ্‌র শক্তি ছাড়া আর কারো কোন শক্তি নেই; আল্লাহ্‌ যা চান, তা-ই হয়, আর তিনি যা চান না, তা হয়না । আমি জানি-আল্লাহ্‌ সব কিছুর উপর সর্ব শক্তিমান এবং নিশ্চয় আল্লাহ্‌ সব কিছু জ্ঞানে পরিবেষ্টন করে আছেন। যে ব্যক্তি সকালে এ কথাগুলো বলবে, সে সন্ধ্যা পর্যন্ত নিরাপদে থাকবে। আর যে ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত এরূপ বলবে, সে সকাল পর্যন্ত নিরাপদে থাকবে।