সফরের দোয়া
بِسْمِ اللَّهِ, الْحَمْدُ لِلَّهِ, سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ, الْحَمْدُ لِلَّهِ, الْحَمْدُ لِلَّهِ, الْحَمْدُ لِلَّهِ, اللَّهُ أَكْبَرُ, اللَّهُ أَكْبَرُ, اللَّهُ أَكْبَرُ, اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ. (حديث حسن/ رواه ابو داود و الترمذي عن علي بن ربيعة رحمه الله)
বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবাহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুক্বরিনীন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন ক্বালিবু~ন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসী যুলমান কাছীরান ওয়ালা ইয়াগফিরুযযুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী, ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম।
বাংলা অনুবাদঃ আমি আল্লাহর নামে আরহণ করিতেছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, পাক পবিত্র সেই মহান সত্ত্বার, যিনি উহাকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন যদিও আমরা উহাকে বশীভূত করিতে সক্ষম ছিলাম না, আর আমরা অবশ্যই প্রত্যাবর্তন করিবো আমাদের রব প্রতিপালকের দিকে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অনেক জুলুম করিয়াছি, আপনি ব্যতীত গুনাহ মাফ করার কেহ নাই, সুতরাং আপনি আমাকে আপনার নিজগুণে মাফ করিয়া দিন, এবং আমার প্রতি দয়া করুন, আপনি তো মার্জনকারী দয়ালু।