ভ্রমণ
আকাশ ও সমুদ্র পথে ভ্রমনে এই দোয়াটি অতিরিক্ত পড়া
Bismillah
بِسْمِ اللَّهِ مَجْرِيْهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ, وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّماوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ. (حديت ضعيف / رواه ابو يعلى فى مسنده عن الحسين بن على رضى الله عنهما)

বিসমিল্লাহি মাজেরেহা ওয়ামুরসা’হা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম, ওয়ামা ক্বাদারুল্লাহা হাক্বা ক্বাদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়ামাল ক্বিয়ামাতি ওয়াস-সামাওয়াতু মাতফিয়্যাতুন বিয়ামিনিহী সুবাহানাহু ওয়াতায়ালা আম্মা য়ুশরিকু~ন

বাংলা অনুবাদঃ
আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ন, মেহেরবান। তারা আল্লাহকে যথার্থরূপে বোঝেনি। কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোতে এবং আসমান সমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তাঁর ডান হাতে। তিনি পবিত্র, আর এরা যাকে শরীক করে, তা থেকে তিনি পবিত্র।