সফর হইতে প্রত্যাবর্তনকালের দোয়া
آيِبُونَ تَائِبُونَ, عَابِدُونَ, لِرَبِّنَا حَامِدُونَ. (حديث صحيح/ رواه مسلم والنسائي عن انس رضي الله عنه)
আ’ইবুনা তা’ইবুন, আ’বিদুনা, লিরাব্বিনা হামিদুন।
বাংলা অনুবাদঃ আমরা (এখন সফর হইতে) প্রত্যাবর্তন করিতেছি তাওবা করিতে করিতে ইবাদতরত অবস্থায় এবং রবের প্রশংসা করিতে করিতে।