যখন হজ্ব শুরু হয় তখন প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হজ্জযাত্রীদের তাওয়াফ এবং সা ঈ। প্রথমে হজ্জযাত্রীরা কাবাকে কেন্দ্র করে সাতবার ঘুরে (তাওয়াফ) । তারপর হজ্জযাত্রীরা সাফা ও মারওয়াহ (সা ঈ) পাহাড়ের মাঝখানে সাতবার হাটবে অথবা দৌড়বে, যেমনটি হযরত ইব্রাহীম(আঃ)এর স্ত্রী পানির সন্ধানে দুটো পাহাড়ের মাঝখানে ভ্রান্ত হয়ে দৌড়চ্ছিলেন।