হজ্বের ফরয ও ওয়াজিবসমূহ
হজ্বের ফরয চারটি এ গুলোর কোন একটি ছুটে গেলে হজ্ব হবে না:
১. ইহরাম বাঁধা।
২. আরাফার ময়দানে অবস্থান কর
৩. তাওয়াফে ইফাদা (তাওয়াফে যিয়ারত)
৪. সা'য়ী করা
হজ্বের ওয়াজিব সাতটি:
১. মীকাত থেকে ইহরাম বাঁধা
২. জিলহজ্ব দিবাগত রাতে মুযদালিফায় রাত্রিযাপ
৩. সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা
৪. আইয়ামে তাশরীকের রাতগুলোতে মিনায় অবস্থান করা
৫. জামারাতে কঙ্কর নিক্ষেপ করা
৬. মাথার চুল মুন্ডানো অথবা ছোট করা
৭. বিদায়ী তাওয়াফা