৮৫/৯৯ذُوالْجَلاَلِ وَالإكْرَامِযুল-জালালি-ওয়াল-ইকরামমহিমান্বিত ও দয়াবান সত্তা
৮৬/৯৯الْمُقْسِطُআল-মুকসিতু হকদারের হক-আদায়কারী
৮৭/৯৯الْجَامِعُআল-জামিই'একত্রকারী, সমবেতকারী
৮৮/৯৯الْغَنِيُّআল-গণিই'অমুখাপেক্ষী ধনী
৮৯/৯৯الْمُغْنِيআল-মুগণিই'পরম-অভাবমোচনকারী
৯০/৯৯اَلْمَانِعُআল-মানিই'অকল্যানরোধক
৯১/৯৯الضَّارَّআয্-যরক্ষতিসাধনকারী
৯২/৯৯النَّافِعُআন্-নাফিই'কল্যাণকারী
৯৩/৯৯النُّورُআন্-নূরপরম-আলো
৯৪/৯৯الْهَادِيআল-হাদীপথ-প্রদর্শক
৯৫/৯৯الْبَدِيعُআল-বাদীই'অতুলনীয়
৯৬/৯৯اَلْبَاقِيআল-বাক্বীচিরস্থায়ী, অবিনশ্বর
৯৭/৯৯الْوَارِثُআল-ওয়ারিস'উত্তরাধিকারী
৯৮/৯৯الرَّشِيدُআর-রাশীদসঠিক পথ-প্রদর্শক
৯৯/৯৯الصَّبُورُআস-সবুরঅত্যধিক ধৈর্যধারণকারী
ফজিলত
• হিসাবের ব্যাপারে কারো কড়াকড়ি করার আশঙ্কা থাকলে কিংবা আত্মীয়-স্বজনের আচরণ সম্পর্কে ভয় হলে সাত দিন পর্যন্ত সূর্যোদয়ের আগে এবং মাগরিবের পরে বিশবার করে এ নামের জিকির করলে সহজ হয়ে যাবে।
• যদি কেউ কোনো মানুষ বা জানোয়ারের কারণে ভয় পায় আর যদি বৃহস্পতিবার থেকে শুরু করে পরের আটটি দিন [ইয়া হাসবী যাল্লাহুল হাসীবু। বার বার পড়ে, সবধরনের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। [হিসনে হাসিন]