৮৫/৯৯ذُوالْجَلاَلِ وَالإكْرَامِযুল-জালালি-ওয়াল-ইকরামমহিমান্বিত ও দয়াবান সত্তা
৮৬/৯৯الْمُقْسِطُআল-মুকসিতু হকদারের হক-আদায়কারী
৮৭/৯৯الْجَامِعُআল-জামিই'একত্রকারী, সমবেতকারী
৮৮/৯৯الْغَنِيُّআল-গণিই'অমুখাপেক্ষী ধনী
৮৯/৯৯الْمُغْنِيআল-মুগণিই'পরম-অভাবমোচনকারী
৯০/৯৯اَلْمَانِعُআল-মানিই'অকল্যানরোধক
৯১/৯৯الضَّارَّআয্-যরক্ষতিসাধনকারী
৯২/৯৯النَّافِعُআন্-নাফিই'কল্যাণকারী
৯৩/৯৯النُّورُআন্-নূরপরম-আলো
৯৪/৯৯الْهَادِيআল-হাদীপথ-প্রদর্শক
৯৫/৯৯الْبَدِيعُআল-বাদীই'অতুলনীয়
৯৬/৯৯اَلْبَاقِيআল-বাক্বীচিরস্থায়ী, অবিনশ্বর
৯৭/৯৯الْوَارِثُআল-ওয়ারিস'উত্তরাধিকারী
৯৮/৯৯الرَّشِيدُআর-রাশীদসঠিক পথ-প্রদর্শক
৯৯/৯৯الصَّبُورُআস-সবুরঅত্যধিক ধৈর্যধারণকারী
ফজিলত
• হারানো লোককে ফিরে পাওয়ার জন্যে এ নামের আমল খুবই উপকারী। হারানো লোককে ফিরিয়ে আনার জন্যে যখন ঘরের লোকেরা ঘুমিয়ে যাবে, তখন ঘরের চার কোণে ঘুরে ঘুরে প্রতি কোণায় বার বার এই নাম পড়তে হয়। এভাবে সাত দিন আমল করলে হারানো লোক ফিরে আসবে কিংবা তার খোঁজ পাওয়া যাবে। [হিসনেহাসিন]
• কোনো কথা ভুলে গেলে কিংবা যদি মনেই না হয়, তাহলে বার বার এ নাম পড়লে মনে পড়ে। [আমালে কোরআনি الخي ]আল-মুহয়ী] জীবনদাতা
• যদি কেউ নয়বার পড়ে রোজ বুকে ফুঁ দেয়, তাহলে সে সবধরনের বন্দি হওয়া থেকে নিরাপদ থাকবে। আমালে কোরআনি।
• দি কোনো রোগী এই নাম বেশি বেশি জিকির করে কিংবা এ নাম পড়ে যদি কোনো অসুস্থ লোকের গায়ে ফুঁ দেয়া হয়, তাহলে তারা সুস্থ হয়ে যাবে। [হিসনে হাসিন]
• যদি কারো সাথে বিচ্ছেদ ঘটা কিংবা জেলবন্দি হওয়ার আশঙ্কা থাকে, এ নাম সবসময় জিকির করলে সে আশঙ্কা দূর হয়ে যাবে।
• প্রচণ্ড অসুস্থতার কারণে যদি বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা হয়, রোজ সকাল-বিকাল সাতবার এ নামের জিকির করে আক্রান্ত জায়গায় ফুঁ দিয়ে আল্লাহর কাছে সুস্থতার জন্যে দোয়া করা। এভাবে চল্লিশ দিন পর্যন্ত আমল করলে বিকলাঙ্গ হবে না ইনশাআল্লাহ। [আমালে কোরআনি]