৮৫/৯৯ذُوالْجَلاَلِ وَالإكْرَامِযুল-জালালি-ওয়াল-ইকরামমহিমান্বিত ও দয়াবান সত্তা
৮৬/৯৯الْمُقْسِطُআল-মুকসিতু হকদারের হক-আদায়কারী
৮৭/৯৯الْجَامِعُআল-জামিই'একত্রকারী, সমবেতকারী
৮৮/৯৯الْغَنِيُّআল-গণিই'অমুখাপেক্ষী ধনী
৮৯/৯৯الْمُغْنِيআল-মুগণিই'পরম-অভাবমোচনকারী
৯০/৯৯اَلْمَانِعُআল-মানিই'অকল্যানরোধক
৯১/৯৯الضَّارَّআয্-যরক্ষতিসাধনকারী
৯২/৯৯النَّافِعُআন্-নাফিই'কল্যাণকারী
৯৩/৯৯النُّورُআন্-নূরপরম-আলো
৯৪/৯৯الْهَادِيআল-হাদীপথ-প্রদর্শক
৯৫/৯৯الْبَدِيعُআল-বাদীই'অতুলনীয়
৯৬/৯৯اَلْبَاقِيআল-বাক্বীচিরস্থায়ী, অবিনশ্বর
৯৭/৯৯الْوَارِثُআল-ওয়ারিস'উত্তরাধিকারী
৯৮/৯৯الرَّشِيدُআর-রাশীদসঠিক পথ-প্রদর্শক
৯৯/৯৯الصَّبُورُআস-সবুরঅত্যধিক ধৈর্যধারণকারী
ফজিলত
• যদি কোনো বিপদ অথবা দুশ্চিন্তাগ্রস্থ লোক يا بديع السموات والأرض [ইয়া বাদিআ'স সামাওয়াতি ওয়াল আরদি] একহাজারবার পড়ে, আল্লাহর রহমতে তার বিপদ দূর হয়ে যাবে। [হিসনে হাসিন]
• যে এশার নামাজের পর বারোদিনে বারোশোবার يا بديع العجائب بالخير يا بديع ইয়া বাদিআ'ল আজাইবী বিল খইরি ইয়া বাদীউ| পড়বে, সে যেই উদ্দেশ্যে এ আমল করবে, তার আমল পূর্ণ হওয়ার আগেই তার উদ্দেশ্য পুরো হবে। [হিসনেহাসিন] সর্ববৃহৎ দোয়ার ভাণ্ডার ৩১৪ তনের
• কোনো কাজ করার আগে যদি রাতে ঘুমানোর সময় ওজু করে এই নাম জিকির করতে করতে ঘুমানো যায়, স্বপ্নে ওই কাজের ভালো-মন্দ জানা যায়। স্তূর্তো [আল-বা-কী] সদাবর্তমান
• দুঃখ-কষ্ট থেকে মুক্ত থাকার জন্যে যদি জুমার রাতে একহাজারবার পড়া যায়, সবধরনের দুঃখ-কষ্ট থেকে মুক্ত থাকবে। হিসনে হাসিন।
• বাগান বা খেতকে পোকা-মাকড়ের উপদ্রব থেকে নিরাপদ রাখতে খেতের চারপাশে এই নাম লেখা কাগজ গেড়ে রাখলে বাগান বা খেত পোকা-মাকড় থেকে নিরাপদ থাকে।